সৌরভ হাসান হাসিব, স্টাফ রিপোর্টার,মাতৃবাংলা।
চোখের ছবি বিশ্লেষণ করে মানুষের প্রকৃত বয়স জানাতে সক্ষম এক অভিনব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করেছেন চীনের গবেষকেরা। শুধু বয়সই নয়, এই প্রযুক্তি নারীর প্রজননস্বাস্থ্যের ইঙ্গিতও দিতে পারে বলে দাবি গবেষকদের।
গবেষণায় বলা হয়, এআই মডেলটি ‘রেটিনাল এজ’ বা চোখের বয়স নির্ধারণ করতে পারে। যদি একজন ব্যক্তির চোখের বয়স ও প্রকৃত বয়সের মধ্যে পার্থক্য বেশি হয় — একে বলা হয় ‘রেটিনাল এজ গ্যাপ’, তবে তা তার দেহের দ্রুত বার্ধক্যের ইঙ্গিত বহন করতে পারে।
বিশেষত নারীদের ক্ষেত্রে, এই পার্থক্য থেকে গর্ভধারণের সম্ভাবনা, মেনোপজের সময়কাল এবং ডিম্বাণুর পরিমাণ সম্পর্কে আগাম ধারণা পাওয়া যেতে পারে। গবেষণায় দেখা গেছে, যেসব নারীর চোখের বয়স প্রকৃত বয়সের তুলনায় বেশি, তাঁদের শরীরে অ্যান্টি-মুলেরিয়ান হরমোন (AMH)-এর পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে। এই হরমোন ডিম্বাণুর রিজার্ভ বোঝাতে ব্যবহৃত হয়, যা গর্ভধারণের ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ সূচক।
চীনের গবেষকেরা এই মডেল তৈরিতে ব্যবহার করেছেন FLEX (Frozen and Learning Ensemble Crossover) নামের একটি উন্নত এআই প্রযুক্তি। তারা ১০ হাজারের বেশি মানুষের চোখের ২০ হাজারের বেশি ফান্ডাস ইমেজ এবং প্রায় ১ হাজার ৩০০ প্রি-মেনোপজাল নারীর ২ হাজার ৫০০ রেটিনা চিত্র বিশ্লেষণ করে মডেলটিকে প্রশিক্ষণ দিয়েছেন।
গবেষণায় আরও দেখা গেছে, ৪০ থেকে ৪৪ বছর বয়সী নারীদের ক্ষেত্রে প্রতিটি বাড়তি ‘রেটিনাল বছর’-এর জন্য AMH হরমোন কমে যাওয়ার ঝুঁকি ১২ শতাংশ পর্যন্ত এবং ৪৫ থেকে ৫০ বছর বয়সীদের ক্ষেত্রে ঝুঁকির পরিমাণ বেড়ে দাঁড়ায় ২০ শতাংশে।
বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এই প্রযুক্তি জন্মনিয়ন্ত্রণ পরিকল্পনা, সন্তান ধারণের সক্ষমতা মূল্যায়ন এবং বার্ধক্য নিরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।