নিজস্ব প্রতিনিধি,রাজু আহম্মেদ তাইজুল : রাজধানী উত্তরায় বৃহত্তর উত্তরা প্রেস ক্লাব ও উত্তর সিটি রিপোর্টার্স ক্লাবের যৌথ উদ্যেগে সাংবাদিকদের জন্য মৌসুমি ফলের উৎসবের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার ১ জুলাই বিকাল ৪ টায় উত্তরা আব্দুল্লাহপুর ৩৮ মা ভবন ৩য় তলায় এই ফলের উৎসবের আয়োজন করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন, ঢাকা ১৮ আসনের বেশ কিছু গণমাধ্যমকর্মী টঙ্গী, ও গাজীপুরের গণমাধ্যম কর্মীরা, ফল খাওয়ার উৎসবে উপস্থিত ছিলেন, দৈনিক আজকের আলোকিত সকাল পএিকার প্রকাশক সম্পাদক মোখলেছুর রহমান মাসুম,, সিনিয়র সাংবাদিক এম কাজল খান, সিনিয়র সাংবাদিক মো: মনিরুজ্জামান মনির, সিনিয়র সাংবাদিক মাসুম রানা, বৃহত্তর উত্তরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ তাইজুল, সুজন আহম্মেদ, সিনিয়র সাংবাদিক, অদ্রি আলাউদ্দিন জাকারিয়া শিকদার, কামরুল ইসলাম রনি, মতিন তালুকদার, সিনিয়র সাংবাদিক মুনসুর মাসুদ, মাহ্ফুজ আলম খোকন, মিরাজ সিকদার, শাহিনুর আলম শাহীন, মুন্নী আক্তার, সুলতানা সরকার, কাজী আশরাফুল ইসলাম, শ্রাবণী, রোমানা আক্তার সান্জু, জাহিদ হাসান, হীরা খান, হানিফ উদ্দিন পাঠান, আমান উল্লাহ আমান, মজিদ শরিফ, বৈশাখী, মো: জাহাঙ্গীর আলম নার্গিস আক্তার সৃতি, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল আল মামুন, আলা উদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন, এই সময়ে সাংবাদিকরা উপস্থিত মৌসুমি ফলের উৎসবে এসে আম,কাঁঠাল, কলা,পেয়ারা,ড্রাগন ফল,লটকন সহ হরেক রকম ফল উপভোগ করেন। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন, মোখলেছুর রহমান মাসুম, আলা উদ্দিন, আব্দুল আল মামুন, সুজন আহম্মেদ, আশরাফুল ইসলাম, মাসুম রানা, এম,কাজল খান, কামরুল ইসলাম রনি, অদ্রি আলাউদ্দিন, মানিক হোসেন বিজয় এই ফলের উৎসবে সাংবাদিকরা বলেন বৃহত্তর উত্তরা প্রেস ক্লাব ই সবসময় উত্তরার সাংবাদিকদের জন্য ভিন্ন রকম কিছু করে থাকে। ভবিষ্যতে বৃহত্তর উত্তরা প্রেস ক্লাব আরো বড় কিন্তু করবে এবং সাংবাদিকদের কল্যাণে কিছু করবে এবং মাঝে মাঝে কিন্তু অনুষ্ঠান আয়োজন করবে। এই সময় উপস্থিত সাংবাদিক দের মাঝে বক্তব্য রাখেন, মোখলেছুর রহমান মাসুম, এম,কাজল খান, এস,এম মনসুর মাসুদ, মাসুম রানা, আব্দুল আল মামুন, আলা উদ্দিন, মতিন তালুকদার, রোমানা, মুন্নী, অদ্রি আলাউদ্দিন, উক্ত বৃহত্তর উত্তরা প্রেস ক্লাব ও উত্তর সিটি রিপোর্টার্স ক্লাবের যৌথ উদ্যেগে ফল উৎসব ২০২৫ মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন। সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি,দৈনিক আজকের আলোকিত সকাল, ওয়ার্ড বাংলা টিভি ডট কম, তালাশ বিডি ডট কম,মাতৃ বাংলা টিভি, সাপ্তাহিক মুক্তির চেতনার বাংলাদেশ, দৈনিক সংবাদ সমাচার, জনতার ক্রাইম, দৈনিক বাংলার বিপ্লব,চলমান বিশ্ব, এন বিবি,হক কথা, জগৎ কন্ঠ, টপ টেন নিউজ গ্রুপ, এশিয়া বার্তা, এশিয়া বার্তা টিভি।