১৩ জুলাই শিল্পী পুতুল সাজিয়া সুলতানার জন্মদিন উপলক্ষ্যে ‘পুতুলজন্ম’ প্রকাশিত হবে। এই প্রথমবার হারমনিয়াম ইন্সট্রুমেন্টাল কম্পোজ করেছেন তিনি।
শিল্পী সাজিয়া সুলতানা বলেন-বহুদিন ধরে অনেক শ্রোতার অনুরাধ ছিলো হারমনিয়াম দিয়ে ইন্সট্রুমেন্টাল করার। অবশেষে তা বাস্তবে রূপ পেতে যাচ্ছে। মিউজিক প্রডিউসার যথারীতি Syed Reza Ali এই একজন মানুষ যে আমার কতো চাওয়া পূরণ করে গান নিয়ে। একদিনের মধ্যে গান নামিয়ে দিলো প্রচন্ড ব্যাস্ততার মধ্যেও। ‘পুতুলজন্ম’ প্রকাশিত হবে আমার ইউটিউব চ্যানেল PutulGaan এ ১৩ জুলাই।
শিল্পী পুতুল সাজিয়া সুলতানা শৈশব থেকে গানের জগতে সংগীত পরিবারে তার জন্ম,পাশাপাশি লিখনির মাধ্যমে হয়ে উঠেছেন লেখক হিসেবে, তাহার লেখা অনেক বই প্রকাশিত হয়েছে, তার লেখা অনেক বই আমি পড়েছি,তার নিজের লেখা নিজের সুর নিজের কন্ঠে অ্যালবাম বেরিয়েছে,টেলিভিশন ও বেতারের নিয়মিত শিল্পী, আমি তাহার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করছি, শিল্পী সাজিয়া সুলতানার জন্য দোয়া ও ভালোবাসা অবিরাম।
এম কাজল খান,
প্রধান সম্পাদক, দৈনিক আজকের আলোকিত সকাল