জেলা প্রতিনিধি/কুমিল্লা
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব গাজালা পারভীন রুহি’র নির্দেশনায় সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাসরিন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে ১ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মানরা গ্রামে ইয়াবা সেবন ও সংরক্ষণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)(১৬) ধারা অনুযায়ী ১ জনকে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০০/- অর্থদন্ড প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লা “খ” সার্কেলের কর্মকর্তাগন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী মেজিষ্ট্রেট জনাব নাসরিন।