Logo
শিরোনাম:
মাথা গোজার ঠায় নেই, খোলা আকাশের নিচে রাত্রি যাপন করে শহিদুলের পরিবার। গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও সাবেক বিএনপি নেতা এনামুল হক মোল্লা অস্ত্রসহ গ্রেপ্তার। দোহারে বিভিন্ন বাজারে অভিযান ৬০ কেজি জাটকা জব্দ। গাজীপুরে ৫ মণ মাংসসহ জীবিত উদ্ধার ৩৭ ঘোড়া উদ্ধার। আব্দুল্লাহপুর-টঙ্গী-তুরাগ নদীর উপর নতুন সংযোগ সেতু নির্মাণ ও রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন। গাজীপুরে বনদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত, অভিযুক্ত সেচ্ছাসেবকদল নেতাসহ আটক ৩ গাজীপুরে বিএনপি’র ৪টি আসনের প্রার্থী ঘোষণা, ২ টি আসনের এখনো রয়েছে রহস্যে ঘেরা। ২৩৭ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা,গাজীপুরে মনোনয়ন পেলেন যারা.. দোহারে র‍্যাব-১০ এর অভিযানে ২৬৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কুয়াকাটায় নির্বাচন কমিশনার মো:আনোয়ারুল ইসলাম বলেন, “আমরা একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশা করছি”।

নাটোরের সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন,র‍্যাবের অভিযানে গ্রেফতার ২

নাটোরে প্রতিনিধি:নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের কলেজপাড়া এলাকায় বন্যার পানিতে ভেসে থাকা এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে র‌্যাব-৫, রাজশাহী। গত ৩১ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে অজ্ঞাত লাশ উদ্ধারের খবর পেয়ে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়।পরে সিংড়া থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৫ দ্রুত অভিযান পরিচালনা করে গতকাল ১ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে নাটোর জেলার সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রাম থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মো. সাগর প্রামানিক (১৮), পিতা মো. ফারুক প্রামানিক, মো. সুলতান প্রামানিক (১৯), পিতা মো. মনসের প্রামানিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, চার মাস আগে নিহত জিহাদের সঙ্গে তাদের পরিচয় হয়।একসাথে আড্ডা দেওয়া ও গাঁজা সেবনের মাধ্যমে বন্ধুত্ব গড়ে ওঠে। সম্প্রতি আসামি সাগর অর্থকষ্টে পড়েন এবং গর্ভবতী স্ত্রীর চিকিৎসা ও সংসারের খরচ চালানোর চিন্তায় পড়েন। তখন বন্ধু সুলতানও আর্থিক সমস্যায় আছে বলে জানায়। দুই সপ্তাহ ধরে পরিকল্পনা করে তারা জিহাদকে হত্যার মাধ্যমে তার ব্যাটারিচালিত ভ্যানটি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা অনুযায়ী, ৩০ জুলাই সন্ধ্যা ৭টার দিকে সিংড়া থানার চৌগ্রাম বাজারে জিহাদের সঙ্গে দেখা করে তারা।এরপর সিংড়া বাজারে গিয়ে গোপনে চেতনানাশক ট্যাবলেট সংগ্রহ করে, যা স্পিড পানীয়র সাথে মিশিয়ে জিহাদকে খাওয়ায়। জিহাদ অচেতন হয়ে পড়লে রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে ইটালি ইউনিয়নের ইটালি-ইন্দ্রাসন গ্রামের মাঝামাঝি পাজাগাড়ি নামক স্থানে নিয়ে যায়।সেখানেই ভ্যানের পুরনো চাকার টিউব দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ বন্যার পানিতে ফেলে দেয়। পরবর্তীতে আসামি সুলতান নিহত জিহাদের মোবাইল ফোন নিজের কাছে রাখে এবং সাগর ভ্যানটি ইটালি গ্রামের বাসিন্দা জনৈক মেকার মো. হাসানের বাড়িতে রেখে আসে। তাদের দেখানো মতে, নিহতের মোবাইল ফোন, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকার টিউব এবং হত্যার পর রেখে আসা ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করা হয়। র‌্যাব-৫ এর এই সফল অভিযানে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মূল আসামিদের গ্রেফতারের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost