Logo
শিরোনাম:
মাথা গোজার ঠায় নেই, খোলা আকাশের নিচে রাত্রি যাপন করে শহিদুলের পরিবার। গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও সাবেক বিএনপি নেতা এনামুল হক মোল্লা অস্ত্রসহ গ্রেপ্তার। দোহারে বিভিন্ন বাজারে অভিযান ৬০ কেজি জাটকা জব্দ। গাজীপুরে ৫ মণ মাংসসহ জীবিত উদ্ধার ৩৭ ঘোড়া উদ্ধার। আব্দুল্লাহপুর-টঙ্গী-তুরাগ নদীর উপর নতুন সংযোগ সেতু নির্মাণ ও রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন। গাজীপুরে বনদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত, অভিযুক্ত সেচ্ছাসেবকদল নেতাসহ আটক ৩ গাজীপুরে বিএনপি’র ৪টি আসনের প্রার্থী ঘোষণা, ২ টি আসনের এখনো রয়েছে রহস্যে ঘেরা। ২৩৭ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা,গাজীপুরে মনোনয়ন পেলেন যারা.. দোহারে র‍্যাব-১০ এর অভিযানে ২৬৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কুয়াকাটায় নির্বাচন কমিশনার মো:আনোয়ারুল ইসলাম বলেন, “আমরা একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশা করছি”।

প্রভাষক বসির উদ্দিনকে নবগঠিত গাজীপুর-৬ আসনের এমপি হিসাবে দেখতে চায় সাধারণ জনগণ।

নিজস্ব প্রতিনিধি:গাজীপুর মহানগরের নবগঠিত গাজীপুর-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক ও প্রবীণ রাজনৈতিক নেতা প্রভাষক বসির উদ্দিন।সর্বস্তরের জনগণ তাঁকে একজন ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে দেখতে আগ্রহী । তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা এবং সামাজিক কর্মকাণ্ড তাঁকে এই অবস্থানে নিয়ে এসেছে।রাজনৈতিক পরিচয় ও অভিজ্ঞতা সাবেক ছাত্রনেতা: প্রভাষক বসির উদ্দিন তাঁর রাজনৈতিক জীবন শুরু করেছিলেন একজন ছাত্রনেতা হিসেবে।ছাত্র রাজনীতিতে তাঁর সক্রিয় অংশগ্রহণ তাঁর নেতৃত্বের ভিত্তি স্থাপন করেছিল। মহানগর যুবদলের সাবেক সভাপতি: তিনি যুবদলের মহানগর শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। যুবকদের সংগঠিত করা এবং তাদের সমস্যা নিয়ে কাজ করার অভিজ্ঞতা তাঁর রাজনৈতিক ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করে।

প্রভাষক বসির উদ্দিন, আজ বিএনপির রাজনীতিতে এক সুনামের প্রতীক, ত্যাগ ও নিরহঙ্কার নেতৃত্বের উদাহরণ।তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো বড় ধরনের বিতর্ক বা দুর্নীতির অভিযোগ নেই।একজন শিক্ষক হিসেবেও তাঁর একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে। জনগণ আশা করে, তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবেন এবং জনসেবাকেই অগ্রাধিকার দেবেন। সম্ভাব্য প্রভাব প্রভাষক বসির উদ্দিনের প্রার্থিতা যদি চূড়ান্ত হয়, তবে গাজীপুর-৬ আসনে একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। তাঁর ক্লিন ইমেজ এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তাঁকে ভোটারদের কাছে একটি শক্তিশালী বিকল্প হিসেবে উপস্থাপন করবে।রবিবার সকালে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে প্রভাষক বশির উদ্দিন বলেন, “আমি বিএনপির একজন পরীক্ষিত ও ত্যাগী কর্মী। ছাত্রাবস্থা থেকে শুরু করে গাজীপুর জেলা ও মহানগর যুবদলে দায়িত্ব পালন করেছি। টঙ্গী পৌরসভা থাকাকালীন আমি ওয়ার্ড সভাপতি ছিলাম। দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে গিয়ে ওয়ান-ইলেভেনের সময় চার মাস জেল খেটেছি। এরপরও আমাকে ৬৪টি রাজনৈতিক মামলায় আসামি করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমি তৃণমূল রাজনীতির মানুষ। জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকেই রাজনীতি করে এসেছি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বকে অনুসরণ করে আগামীতে জনগণের অধিকার আদায়ে কাজ করে যেতে চাই।”

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রভাষক বসির উদ্দিন বলেন,“আমি দলে পদ-পদবী চাই না। চাই গরীব, শ্রমজীবী, ছাত্র ও মাদকের বিরুদ্ধে সমাজ গড়ার সুযোগ। যদি মহানগর বিএনপি আমাকে মনোনয়ন দেয়, আমি জান-প্রাণ দিয়ে জনগণের এমপি হতে চাই।দলের সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত “দল যদি আমাকে গাজীপুর-৬ আসনে মনোনয়ন দেয়, তবে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করে এই আসনটি বিএনপিকে উপহার দিতে পারবো।”নিজ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “এই নগরকে একটি আধুনিক, স্মার্ট ও মডেল নগরী হিসেবে গড়ে তুলতে চাই। চিকিৎসা, শিক্ষা, খেলাধুলা ও নাগরিক সেবার মান বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করবো। দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়াই হবে আমার প্রধান অঙ্গীকার।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost