নেত্রকোনা হতে মোঃ আল আমিনশেখ,
নেত্রকোণার মোহনগঞ্জে ধলাই নদীতে বালুবাহী একটি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনায় পূর্বধলা উপজেলার মারুফ (২৪) ও জিয়া মিয়া (২০) নামে দুইজন নিখোঁজ শ্রমিককে ৩৬ ঘন্টা পর লাশ উদ্ধার করেছে।
বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ডুবে যাওয়া বাল্কহেডের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করে নেত্রকোনা ডুবুরি দল।
নিহত মো. মারুফ মিয়া পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের দেবকান্দা গ্রামের সাবেক ইউপি সদস্য কদ্দুছ তালুকদারের ছেলে এবং একই গ্রামের মো. জিয়াউর আব্দুল গফুরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে পূর্বধলার জারিয়া এলাকা থেকে বালুবাহী একটি বাল্কহেড মোহনগঞ্জের আদর্শনগর এলাকায় যাচ্ছিল। আদর্শনগর বাজারের কাছাকাছি পৌঁছালে ধলাই নদের প্রবল স্রোতে বাল্কহেডটি ডুবে যায়। এসময় নৌযানে থাকা তিন শ্রমিক জিয়াউর রহমান, মারুফ তালুকদার ও হক মিয়া পানিতে পড়ে যান। তাদের মধ্যে হক মিয়া সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে বাকি দুই শ্রমিক জিয়াউর ও মারুফ নিখোঁজ ছিলেন।
পরদিন মঙ্গলবার সকাল থেকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু করে। পরে ধোবাউড়া থেকে আরেকটি দল উদ্ধার কার্যক্রমে যোগ দেয়। পাশাপাশি পুলিশ সদস্যরাও উদ্ধার তৎপরতায় সহায়তা করেন।
শেষ পর্যন্ত ড্রেজার ব্যবহার করে বাল্কহেডের ভেতরে থাকা বালু অপসারণের পর সেখানেই নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে নিহতের পারিবারের লোকজন জানান, লাশের ময়নাতদন্তের পর তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়ে মোহনগঞ্জ থানা পুলিশ।