নিজস্ব প্রতিনিধি/রাজু আহম্মেদ তাইজুল :
জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা এবং টঙ্গী পৌরসভার সাবেক কমিশনার আলহাজ্ব গাজী আব্দুল লতিফ বার্ধক্যজনিত কারণে গত ১৬/০৮/২০২৫ইং, শনিবার ভোর ৪ ঘটিকায় মৃতু্বরণ করেন। তার মৃত্যুকালীন বয়স ছিল ৮০ বছর। তিনি টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন এর পিতা।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আজ বাদ জোহর উত্তর আরিচপুর গাজী বাড়ির শাহী জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার জানাজায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি বলেন, “তাদের পরিবারের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক ছোটবেলা থেকেই দেখে আসছি।” এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন আহম্মেদ, গাজীপুর মহানগর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোঃ জসিম উদ্দিন ভাট, গাজীপুর মহানগর কৃষকদলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান, কৃষকদলের সদস্য সচিব খান জাহিদুল ইসলাম নিপু, গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ্ জালাল , গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলফাজ দেওয়ান প্রমুখ।
উপস্থিত সকলে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।