নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিগনেচার প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম এর ৪র্থ ব্যাচের শুভ উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় মানিকগঞ্জে আজ রবিবার(৫ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ মাহবুব-উল-আলম। দেশব্যাপী এ প্রকল্পের ব্যাপক চাহিদা ও প্রশিক্ষণার্থীদের সফলতা বিবেচনায় তিনি এ প্রকল্পকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের “সিগনেচার” প্রকল্প বলে আখ্যায়িত করেন।
এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার একান্ত সচিব, জনাব মো: আবুল হাসান (যুগ্মসচিব), ফ্রিল্যান্সিং প্রকল্প বাস্তবায়নকারী স্বনামধন্য আমাদের প্রতিষ্ঠান “ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড” এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুদ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোচ্য এ প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোঃ মানিকহার রহমান (যুগ্মসচিব)।
সম্মানিত অতিথিসহ অন্যান্য কর্মকর্তাগণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থী ভর্তি, প্রশিক্ষণ কার্যক্রম ও সফলতার বিষয় সবার সামনে তুলে ধরেন এবং উল্লেখ করেন “যোগ্য” একটি প্রতিষ্ঠানকে এ মন্ত্রণালয় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে, যারা তাদের দক্ষ জনবল ও কর্মদক্ষতার মাধ্যমে এ প্রকল্প সফলতার সাথে পরিচালনা করছে।
এছাড়া এ সভায় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিবসহ সকল কর্মকর্তাবৃন্দ ও যুব উন্নয়ন অধিদপ্তরের সকল পরিচালক, সহকারী প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট জেলার উপপরিচালকগণসহ সকল কর্মকর্তাবৃন্দ এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর জেলা পর্যায়ের প্রশিক্ষক, কো-অর্ডিনেটরসহ প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তাবৃন্দ।
এ সময় মানিকগঞ্জ জেলা থেকে ফ্রিল্যান্সিং এ প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান “ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড” এর ৪র্থ ব্যাচের প্রশিক্ষণার্থী এ উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে পূর্বের ব্যাচের ২ জন প্রশিক্ষণার্থী তাদের সফলতার গল্প তুলে ধরেন ও ২ জন নতুন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে সুযোগ পাওয়ার অনুভূতি তুলে ধরেন। এ সময় সচিব মহোদয় তাদের সাথে সরাসরি কথা বলেন ও তাদের সফলতার বিষয়ে আরো বিস্তারিত জানতে চান এবং জেনে খুশি হয়ে তাদের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া সকল সাবেক প্রশিক্ষণার্থী ও নতুন প্রশিক্ষণার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।।