 
     নিজস্ব প্রতিনিধি,আলি হোসেন,
নিজস্ব প্রতিনিধি,আলি হোসেন,
গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় ৮ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে মহসিন নামের এক শিক্ষককে গণধোলাই দিয়ে মাওনা পুলিশ বক্সে আটক রেখে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
গতকাল রাত নয়টার দিকে সাধারণ জনতার বিক্ষোভের খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষক মো. মহসিনকে (৩৫) উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
অভিযুক্ত শিক্ষক মহসিন নেত্রকোনা জেলার আটপাড়া থানার কাচুটিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে। মাওনা চৌরাস্তার দারুল হিকমাহ্ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। ভুক্তভোগী ওই মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র।
ভুক্তভোগী ওই ছাত্রের বাবা জানান, তার ছেলে ওই মাদ্রাসার আবাসিক নুরানী বিভাগের ছাত্র। শুক্রবার মাদ্রাসার ভেতরে ওই শিক্ষক তার ছেলেকে বলৎকার করেন। বিকেলে তার বাবা মাদ্রাসায় গেলে তার ছেলেকে নিয়ে বাড়িতে আসেন। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা ক্ষিপ্ত হয়ে মাদ্রাসার ওই শিক্ষককে গণধোলাই দেয়, সন্ধ্যায় তারা শিক্ষককে মাওনা চৌরাস্তার পুলিশ বক্সে নিয়ে যান।সেখানে সাধারণ জনতা বিক্ষোভ করেন। খবর পেয়ে শ্রীপুর থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল গঠনস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাত এগারোটার দিকে মহসিন কে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘মাদ্রাসাশিক্ষককে উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’