জেলা প্রতিনিধি/কিশোরগঞ্জ:
অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায়, ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দুপুর ৩,৩০ মিনিটে উপজেলার খান ঠাকুর দিঘীর পাড় এলাকায়। নিহত বিলকিস বেগম,মোঃ নজরুল ইসলাম (ওড়ন মিয়া)'র স্ত্রী
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরের খাবার শেষে বিলকিস বেগম ঘরের বাইরে থালা-বাসন ধোয়ার জন্য বের হলে তার অপ্রকৃতস্থ ছেলে মোঃ তামিম মিয়া (২৪) বসতঘর থেকে একটি বটি নিয়ে আকস্মিকভাবে তার মায়ের মাথা, কপাল ও পিঠে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলেই বিলকিস বেগমের মৃত্যু হয়।
ঘটনার সংবাদ পেয়ে অষ্টগ্রাম থানা এসআই মোঃ মোজাম্মেল খান ও এসআই একেএম মোশাররফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।হত্যাকাণ্ডের পর অভিযুক্ত মোঃ তামিম মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানায়, তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অষ্টগ্রাম থানার পুলিশ।