Logo
শিরোনাম:
ঝালকাঠিতে ডিবির অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ তিনজন ব্যবসায়ী আটক। নলছিটিতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত ১০ গাজীপুর কালিয়াকৈরে মুদি দোকানে আগুন থানায় অভিযোগ। জামায়াতের নেতাকে নিয়ে মন্তব্য,পুবাইল থানার ওসি আমিরুল ইসলাম প্রত্যাহার। বাঁশখালীতে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার, আটক-২ হবিগঞ্জের বাহুবলে জুয়ার আসর থেকে ছয় জুয়াড়ি গ্রেপ্তার। কালিয়াকৈরে ‘হোপ ফর চিলড্রেন’ প্রজেক্টের আয়োজনে ছাগল বিতরণ। নোয়াখালীর বেগমগঞ্জে র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম গ্রেফতার। শ্রীপুরে শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে সাধারণ জনতা। গাজীপুরে জমকালো আয়োজনে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী ও বনভোজন।

গাজীপুরে জমকালো আয়োজনে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী ও বনভোজন।

নিজস্ব প্রতিনিধিঃ

জাতীয় সাংবাদিক সংগঠন, সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠা বার্ষিকী ও বনভোজনের এক জমকালো ও আনন্দঘন পরিবেশে গাজীপুরের শালনার নামির গ্রীন রিসোর্ট মৈশান বাড়িতে সারাদিনব্যাপী পালিত হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও তাদের পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বর্ণিল অনুষ্ঠানটি সাংবাদিক সহযোদ্ধাদের এক মিলনমেলায় পরিণত হয়।

শুক্রবার দিনভর এই আয়োজনে ছিল ভুরিভোজ, সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, এবং কুইজ প্রতিযোগিতাসহ নানা ধরনের বিনোদনমূলক পর্ব। আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন উপস্থিত সকলেই।এই বর্ণাঢ্য অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ও তরুণ প্রজন্মের অহংকার রাসেল রানা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সুমন চৌধুরী-সহ সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন: সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির, ​মীর মোঃ আব্দুল হালিম, ​মানিক হোসেন বিজয়, ​মোঃ ফয়েজুর রহমান, ​আশরাফুল ইসলাম সুজন, ​আতিকুল ইসলাম স্বাধীন, ​মোঃ আরিফ রাব্বানী
​মোঃ হাবিবুর রহমান, ​রাজু আহম্মেদ তাইজুল, ​জাকারিয়া সিকদার, ​ওয়াসিম রেজা, ​ইসমাইল হোসেন রানা, ​আব্দুর রব শেখ বাবু, ​হারিছুর রহমান শিপলু, ​জাহাঙ্গীর আলম,
​মোঃ আব্দুর কবির, ​মোঃ কোরবান আলী, সজিব সরকার, এবং আহাদ ইসলাম পলক।।

​এছাড়াও, দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক সহযোদ্ধা এবং বিভিন্ন সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যোগ দেন।

আরো উপস্থিত ছিলেন। ​গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুম রানা, ​গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ​গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি রিংকু, ​সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলাউদ্দিন৷

সারাদিনব্যাপী এই বর্ণিল আয়োজনের অন্যতম আয়োজক কমিটির সদস্য সুজন আহম্মেদ ডেঙ্গু পজিটিভ হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। সংগঠনের পক্ষ থেকে তার অনুপস্থিতিতে দুঃখ প্রকাশ করা হয় এবং সকলে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেন।

বিভিন্ন জেলা থেকে আগত সকল সাংবাদিক সহযোদ্ধা ও অতিথিবৃন্দের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফল হওয়ায় আয়োজকরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনন্দময় সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost