গাজীপুর থেকে প্রকাশক/ আলী হোসেন
গাজীপুরের গাছা প্রেসক্লাবের সংবাদকর্মীদের মাঝে এক উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে গাছা প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের দ্বি-বার্ষিক নির্বাচন।আজ শুক্রবার দুপুর ২:৩০ মিনিট থেকে বিকেল ৫:১০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার নিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোটাধিকার প্রয়োগ করেন ক্লাবের সদস্যরা। বিপুল ভোটে আব্দুল হামিদ খাঁন সভাপতি নির্বাচিত দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সভাপতি পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন সাংবাদিক মোঃ আব্দুল হামিদ খাঁন। আনারস প্রতীক নিয়ে ৩২ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রফিকুল ইসলাম পেয়েছেন ৯ ভোট। চারবারের সফল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর সভাপতি হিসেবে নির্বাচিত হওয়াকে আব্দুল হামিদের দীর্ঘদিনের ত্যাগ ও দক্ষতার প্রতিফলন হিসেবে দেখছেন ভোটাররা। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনের দায়িত্ব পালন করছেন।
সাধারণ সম্পাদক পদে আশরাফুলের জয় সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মোঃ আশরাফুল ইসলাম ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ ছাড়া সহ-সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মোঃ আশরাফুল আলম মন্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। যুগ্ম-সাধারণ সম্পাদক: জাকির হোসেন জিয়া (২৯ ভোট), সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম (২৮ ভোট)
কোষাধ্যক্ষ: নজরুল ইসলাম প্রচার সম্পাদক: আব্দুল খালেক (৩৩ ভোট) কার্যনির্বাহী সদস্যবৃন্দ: ১) মোঃ জুমন খান, ২) এমারত হোসেন সরকার এবং ৩) সুমা আক্তার লুবনা। পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত নির্বাচন চলাকালীন ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল নজরকাড়া। প্রার্থীদের মাঝে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সাংবাদিক মহলে এক অনন্য নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। ফল ঘোষণার পর পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
নবনির্বাচিত কমিটি পেশাদারিত্বের মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় সংবাদকর্মীদের। পেশাদারিত্বের জয় হোক এবং কলম চলুক সত্যের সন্ধানে।