Logo
শিরোনাম:
ময়মনসিংহের ত্রিশালে গর্ভবতী গাভীর জিহ্বা কেটে বালতিতে রেখে গেল দুর্বৃত্তরা! পটুয়াখালীতে ১১৩ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান। “ভাবি হত্যা’র সাজা খেটে ফিরেই ভাতিজিকে হত্যা,চাচা আটক” শ্রীপুরে জামায়াতে ইসলামী’র মানববন্ধন। গাজীপুর জেলা রিপোর্টাস ইউনিটির উদ্যোগে ​জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহম মুহাম্মদ আলতাফ হোসেনের ১ম মৃত্যুবার্ষিকী ও শোক সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমান মাদক সহ ০৪ জন গ্রেফতার, ০৫টি মোটরসাইকেল উদ্ধার। টাইফয়েডের টিকা দেওয়া শুরু আজ। কালিয়াকৈরে সেনাবাহিনীর যৌথ অভিযান: ৭০ লিটার প্রস্তুত ও ৬৪০০ লিটার প্রক্রিয়াজাত মদ উদ্ধার। গাজীপুরের শ্রীপুরে গরু চরাতে গিয়ে নিখোঁজ শিশু হুযাইফার ‘রহস্যজনক’ মৃ*ত্যু: মাথায় আঘাতের চিহ্ন! দিনাজপুর নবাবগঞ্জে জামাতে ইসলামির কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত।

সাংবাদিক তুহিন হত্যাকারীদের মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত শান্ত থাকবো না বলছেন গাজীপুর দোয়া ও মাহফিলে সাংবাদিক নেতারা।

মাতৃবাংলা নিজস্ব প্রতিনিধি/ প্রকাশক আলী হোসেন

গাজীপুরে নৃশংসভাবে নিহত দৈনিক প্রতিদিনের কাগজের  সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দেশব্যাপী সন্ত্রাসী হামলায় নিহত ও আহতদের স্মরণে আলোচনা সভারও আয়োজন করা হয়।

‎শনিবার (১৬ আগস্ট ২০২৫ইং) সকাল ১১ ঘটিকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এর পাশে এসএস প্লাজায় জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি, গাজীপুর মহানগর শাখার উদ্যোগে
‎ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খানের  সভাপতিত্বে ও গাজীপুর মহানগর জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি সাধারণ সম্পাদক মোঃ এসএম জাহিদ হোসেন  এর পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক সহ-সাধারণ সম্পাদক  মোঃ শহিদুল ইসলাম শহিদ, দৈনিক ভোরের আলো ব্যবস্থাপনা সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, এশিয়ান টিভির কাজী শাকিল,  যুগান্তর কোনাবাড়ী কাশিমপুর থানা প্রতিনিধি শফিকুল ইসলাম শামিম।  গাজীপুর জেলা গ্রেটার রিপোর্টার্সইউনিটি সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল বারী,  গাজীপুর জেলা গ্রেটার রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু সালেক ভূইয়া, সাপ্তাহিক বিশ্ব বাংলার প্রকাশক ও সম্পাদক আলহজ্ব সেলিমুজ্জামান সেলিম, চ্যানেল এস, প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম,

‎আলোচনা সভা ও দোয়া মাহফিলে সাংবাদিক নেতারা বলেন, আগামীতে দেশের যেখানেই  সাংবাদিক নির্যাতন করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।  সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ, জাতির বিবেক, জাতির আয়না, সাংবাদিকদের চোখ দিয়ে দেশের মানুষ অপরাধীদের দেখতে পায়। তারপরেও সাংবাদিকদের নির্যাতন করা হয় কেন? বক্তারা বলেন গাজীপুরের প্রাণকেন্দ্র এই চান্দনা চৌরাস্তা, সেই প্রাণকেন্দ্রে প্রকাশ্যে শত শত হাজার হাজার মানুষের সামনেই একজন সৎ নির্ভীক সাংবাদিক তুহিন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়, কেউ কোন প্রতিবাদ করেনি, সকলে শুধু চেয়ে চেয়ে দেখেছে, এই হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের বর্তমান অবস্থা।

‎বক্তারা আরো বলেন আজকে এখান থেকে আমরা দৃঢ়কন্ঠে বলতে চাই সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত ট্রাইবুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদন্ড) নিশ্চিত করতে হবে তা না হলে আমরা ঘড়ে বসে থাকবো না। আমরা সারাদেশে সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এই শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা করবো। তারা বলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার একজন বিচক্ষণ মানুষ তিনি দ্রুত আসামীদের আটক করার ব্যবস্থা করে তাদের বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এজন্য কমিশনারের প্রতি  আমরা কৃতজ্ঞতা জানাই। তবে শুধু এদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়ে থামলে চলবে না, এসব খুনিদের পিছনে কাদের হাত আছে তাদেরকে চিহ্নিত করে তাদের কেও বিচারের মুখোমুখি দ্বার করাতে হবে।

‎তুহিনের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করেন বাইতুল মাহফুজ জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোঃ এমদাদুল হক,

‎অনুষ্ঠানে জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুর মহানগরের নেতৃবৃন্দ সহ মহানগরীর  বিভিন্ন থানার নেতৃবৃন্দ ও সদস্য এবং  বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost