নিজস্ব প্রতিবেদন
(৩০ শে আগষ্ট ২৫ শনিবার )রাজধানী পল্টন টাওয়ারে মাদার তেরেসা রিসার্চ ওয়েল ফেয়ার কাউন্সিল কতৃক মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৫ সম্মাননা পেলেন দীর্ঘ ২৪ বছর ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটি নিয়ে কাজ করা সমাজ সেবক ও ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং চাঁদ পুর জেলা পুলিশের এস আই Shafiqul Islam । মাননীয় প্রধান অতিথি বিচারপতি হাসমত আলী স্যারের হাত হতে গোল্ডেন এ্যাওয়াড -২০২৫ গ্রহণ করে এস আই ( নি:) শফিকুল ইসলাম। চাঁদ পুর জেলার শাহরাস্তি থানাধীন উঘারিয়া তদন্ত কেন্দ্রে কর্মরত ও সরকারী কাজের জন্য এ পুরস্কারে পুরস্কৃত হন তিনি।সভায় উপস্থিত প্রধান আলোচক প্রফেসর ড. আহসান উল্লাহ মাননীয় উপাচার্য ও ট্রেজারার,ইব্রাইস ইউনিভার্সিটি, বিশেষ অতিথি ড. জকারিয়া সাবেক সচিব ও নির্বাচন কমিশন সচিবালয়,পীরজাদা শহীদুল হারুন সাবেক অতিরিক্ত সচিব ও মাদার তেরেসা রিসার্চ ইনস্টিটিউটের গুনিজন বৃন্দ।