নিজস্ব প্রতিনিধিঃনাজমুল হক,
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানাধীন গোবিন্দ বাড়ী এলাকায় মাটির ঘরের দেয়াল চাপায় পড়ে তমিজ উদ্দিন (৭০)নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু। গত রবিবার (১৪ সেপ্টেম্বর)সারাদিন ভারি বৃষ্টি কারণে মাটির ঘরের দেয়াল একপাশে ধসে পড়লে ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে মৃত্যুবরণ করে। নিহত তুমিজ উদ্দীন গোবিন্দবাড়ী এলাকার মৃত নব্রেস আলী দেওয়ানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তমিজ উদ্দিন দীর্ঘদিন ধরে তার পৈতৃক পুরোনো মাটির ঘরে একাই বসবাস করতেন। স্ত্রী ও দুই সন্তান অন্যত্র থাকায় তিনি একাই ওই জরাজীর্ণ ঘরটিতে থাকতেন।এদিকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে পাশের বাড়ির এক প্রতিবেশী ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দেয়াল ধসে পড়া দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ঘরে ঢুকে তমিজ উদ্দিনের নিথর দেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে দেখেন।
স্থানীয়রা জানান, ঘরটি দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী ছিল। সাম্প্রতিক টানা বৃষ্টিতে দেয়াল আরও দুর্বল হয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।