Logo
শিরোনাম:
গাজিপুরের কালিয়াকৈর সাব-রেজিস্টার অফিসের মুকুটহীন সম্রাটের নাম রাকিবুল হাসান। কালিয়াকৈরের আতংক,কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশ গ্রেফতার। বাউবি উপাচার্যের এক বছর পূর্তি উপলক্ষে তথ্য ও গণসংযোগ বিভাগের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ গাজীপুরের কাশিমপুরে মাটির ঘরের দেয়াল চাপায় বৃদ্ধের মৃত্যু। কেন্দুয়ায় মানব পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ ২ জন আটক। যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনা: পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩ শ্রীপুরে পুত্রবধুর অত্যাচারে শ্বাশুরীর সংবাদ সম্মেলন। দোহারে র‌্যাবের হাতে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার। যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান। শ্রীপুরে চুরি হওয়া রিকশা ফেরত পেতে গহনা বন্ধক, ব্যাটারি উধাও!

গাজিপুরের কালিয়াকৈর সাব-রেজিস্টার অফিসের মুকুটহীন সম্রাটের নাম রাকিবুল হাসান।

বিশেষ প্রতিনিধি,রাজু আহমেদ তাইজুলঃ

গাজিপুর জেলা কালিয়াকৈর উপজেলা রেজিস্টার অফিসের মুকুটহীন সম্রাটের নাম রাকিবুল হাসান।কে এই রাকিবুল হাসান??রাকিবুল হাসান রেজিস্টার অফিসের একজন ওমেদার পিয়ন।দেশের বাড়ী বরিশাল সংসার জিবনে ৩ টি বিবাহ করেন এই মুকুটহীন সম্রাট।

সরেজমিনে পরদর্শন করে মুকুটহীন সম্রাট রাকিবুলের বিষয়ে জানতে চাওয়া হয় দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আজিজুর রহমান কাছে উনি বলেন রাকিবুল ওমেদার পিয়ন তার কাজ হলো চিঠি পএ এক টেবিল থেকে আরেক টেবিলে নেওয়া চা বিস্কুট এনে দেওয়া,তা না করে সে হয়েছে দূর্নীতির আখড়া ও মুকুটহীন সম্রাট। তার নামে অনেক অভিযোগ আছে এর আগেও তাকে বাহির করে দেওয়া হয়েছে কিন্ত কোন অদৃশ্য শক্তির বলে সে আবার রেজিস্টার অফিসেই আছে।

দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মো:সিরাজুল ইসলামের বক্তব্য রাকিবুলের দূর্নীতির কথা বলে শেষ করা যাবেনা,৭/৮ বছর যাবত এর যন্তনা ও প্রতারণার শ্বিকার সেবা নিতে আসা হাজার হাজার মানুষ এমনকি আমরা ও দলিল লেখক সমিতির সদস্যরাও হেনস্হা হতে হয় প্রতি নিয়তো
কোন দলিলে সই হবে কোনটায় হবে না সে নির্ধারন করে, টাকার বিনিময়ে সে সব করতে পারে।টাকা না দিলে সব ঠিক থাকলেও দলিলে সই হবেনা।এই মুকুটহীন সম্রাট এর প্রতারনার শ্বিকার হাজারো মানুষ আমরা চাই এই দূর্নীতি বাজ রাকিবুল হাসানের সঠিক তদন্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবি করেন।

দলিল লেখক সমিতির কোষাধ্য তারিখ আহমেদ খানঁ বলেন রাকিবুল হাসানের কথা কি আর বলবো সে একজন দূর্নীতি বাজ প্রতারক ঘোষ খোর তাকে আইনের আওতায় এনে বিচারের দাবি করছি।সেবা নিতে আসা সাধারন জনগনের সাথে কথা বললে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন রাকিবুল হাসানের কথা আর কি বলবো, আমরা ধের্য দরে আছি কবে এই দূর্নীতি বাজ বিধায় হবে, আল্লাহ একজন আছেন উনি সব দেখেন, আল্লাহ ছেরে দেয় কিন্তু ছার দেয়না।আপনারা আসছেন দেখেন কি করতে পারেন।আমরা রাকিবুল হাসানের সুষ্ঠ তদন্ত করে বিচার চাই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost