জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপুর্ন ফলাফলের জন্য ১১৩ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত।
বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের দরবার হলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ তারেক হাওলাদার।
সভায় জেলার ৮ টি উপজলার এসএসসি ক্যাটাগরিতে ৬৭ জন মেধাবী শিক্ষার্থীকে চার হাজার টাকা করে এবং এইচএসসি ক্যাটাগরিতে ৪৬ জন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের সিএ শাকিলা জামাল, প্রধান সহকারী মোঃ শামীম খানসহ পরিষদের অন্যান্য কর্মকর্তারা ছাড়াও শিক্ষক, অভিভাবক ও মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে জেলা পরিষদের এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আরও শিক্ষামুখী করে তুলবে।