জেলা প্রতিনিধি,রাজিবুল হাসানঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের সম্মুখ বৈলর নামা পাড়ায় ঘটেছে একটি নির্মম ঘটনা। স্থানীয় খামার মালিক হরমুজ আলীর গোয়ালঘরে ঢুকে গর্ভবতী গাভীর জিহ্বা কেটে বালতিতে ফেলে রেখে যায় অজ্ঞাত ব্যক্তিরা। মঙ্গলবার সন্ধ্যার পর এই নৃশংস ঘটনায় স্তম্ভিত পুরো এলাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, গাভীটি ছিল পাঁচ মাসের গর্ভবতী। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়।
গাভীর মালিক হরমুজ আলী জানান, ‘সন্ধ্যার পর হঠাৎ গোয়ালঘর থেকে গরুর চিৎকার শুনে দৌড়ে যাই। গিয়ে দেখি, এক গাভীর মুখ রক্তে ভেজা, জিহ্বা নেই, পাশে একটা বালতিতে ফেলে রাখা।’তিনি এ ঘটনাকে অমানবিক ও নৃশংস বলে উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি আরো বলেন, গাভীটি শুধু একটি প্রাণ ছিল না, তার গর্ভে ছিল আরেকটি জীবন। এমন কাজ কোনো সভ্য মানুষ করতে পারে না।
এ বিষয়ে ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।