Logo
শিরোনাম:
গাজীপুর সিটি কর্পোরেশনের রাজেন্দ্রপুর চৌরাস্তা ময়মনসিংহ রোটে ট্রাকের নিচে মটর সাইকেল। গাজীপুর মহানগরীর সামান্তপুরে এক সাংবাদিকের বাড়িতে চুরি হয়েছে। গাজীপুরে গজারিয়া পাড়া বস্তবাড়িতে আগুন লেগে ৫ টি ঘর পুড়ে ছাই। গাজীপুরের ময়মনসিংহ মহাসড়কে রাজেন্দ্রপুর চৌরাস্তা   ঘরমুখো মানুষের ঢল নেমেছে। বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করে। গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর ইজিবাইক ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৫ জনকে আটক করেছে ব্যাব-১। গাজীপুর শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছেন শ্রীপুর উপজেলা প্রশাসন। ২২ নং ওয়ার্ড বাংলাবাজারে রমজান মাসে চলছে অবৈধ মেলার রমরমাট ব্যবসা। কলেজে প্রবেশের রাস্তা বন্ধ করে মার্কেট নির্মাণ করার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ

মুরাদনগরে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণীতে জেলা প্রশাসক

হাফেজ নজরুল :
কুমিল্লার মুরাদনগরে ৩দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আবুল ফজল মীর ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৯ উপলক্ষে ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর। উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা। ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির হোসেন খানের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, কাজী নোমান আহম্মেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম, চাপিতলা ফরিদ উদ্দিন সরকার ডিগ্রি কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ আরমান। অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আশরাফ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহাম্মেদ সোহাগ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা দেবেশ কুমার সিংহ, ভেটেরিনারী সার্জন ডাঃ ইসরাত জেরিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কুহিনুর বেগম, সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা স্কাউটস সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মেদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন উদ্ভাবনীয় প্রজেক্ট নিয়ে ১৪টি স্টল অংশগ্রহন করে। মেলার সমাপনীতে বিজ্ঞান ভিত্তিক কুইজ, উপস্থিত বক্তৃতা, বিজ্ঞান অলিম্পিয়াড, প্রকল্প উপস্থাপন ৪টি ইভেন্টের ৭টি ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost
error: এই সাইটের নিউজ কপি করা বেআইনী !!