দেশের অন্যতম পর্যটন শহর কক্সবাজারে নানা ধরণের অসামাজিক কাজ করে উপার্জন করে লক্ষাধিক মানুষ।
পর্যটকদের বিভিন্ন টাইপের অনৈতিক এবং বে-আইনি চাহিদা পূরণে মাদক কিংবা যৌনকর্মীদের নিয়ে কাজ করা মানুষের কমতি নেই এ অঞ্চলে। প্রতিনিয়ত এসব অবৈধ কার্যক্রম অভিনব থেকে আধুনিক হচ্ছে।
সম্প্রতি কক্সবাজারের একদল পর্যটক আইনশৃংখলা বাহিনীকে জানিয়েছে- সমুদ্র গোসলের সময় টাকা দিয়ে নারীসঙ্গী ভাড়ার বিষয়টি।
পুলিশকে তারা জানায়, ইনানি বিচে গোসলের সময় তাদেরকে তিন জন লোক বেশ কয়েকবার করে নারী সঙ্গী ভাড়া নেওয়ার প্রস্তাব রাখে। ওই সময় বিশ হাত দূরেই দুইজন নারী গোসল করছিলেন। তাদেরকে গোসলের সময় ঘন্টা হিসেবে ভাড়া নেয়ার প্রস্তাব রাখে দালালরা।
পর্যটকরা বিষয়টিতে ক্ষিপ্ত হয়ে দালাল সুরুজ মিয়াকে পাকড়াও করে নিকটবর্তী পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। কিন্তু আধঘন্টা পরেই সুরুজ মিয়া পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে যায়।
সহ প্রকাশক,
এস এ আশিক
মাতৃবাংলা ২৪ টিভি
আপডেট নিউজ পেতে,
পেইজ:- মাতৃবাংলা ২৪ টিভি
ওয়েবসাইট:- matribangla.com
ইউটিউব চ্যানেল :- মাতৃবাংলা ২৪ টিভি