কোভিড- ১৯ মহামারী করোনা লকডাউনে মার্কেট গুলো বন্ধ থাকায় অনেক সমস্য সম্মুখিন দোকান মালিক ও শ্রমিকরা এ মতামত জানান সভাপতি জনাব মোঃ মোহর আলী শেখ,একতা বাইবাস নিউ মার্কেট গাজীপুর সিটি করপোরেশন। আরো সে মাতৃবাংলা ২৪ টিভি কে সরকার দেওয়া নির্দেশ ও লকডাউন আমরা মেনে চলবো, মাকস পরবো, দুরত্ব বজায় রেখে চলাফেরা করবো। আরো সে বলে আমরা সরকারের কাছে অনুরোধ করছি মার্কেট গুলো অনুমতি দেয় তাহলে আমাদের অনেক ভালো ,না হলে আমরা মার্কেট ভাড়া দিতে পারবো না। শ্রমিকরা বাজার করতে পারছে না বাসা ভাড়া দিতে পারছে না আমরা সবাই অনেক সমস্য সম্মুখিন হয়ে আছি । তাই সরকারের কাছে আকুল আবেদন মার্কেট গুলো নিয়ে যেন বিবেচনা করে খোলার ব্যবস্থা নেয় এ প্রত্যাশা আমরা সবাই করি।
সভাপতি,
জনাব মোঃ মোহর আলী শেখ।
একতা বাইবাস নিউ মার্কেট
ভোগড়া পেয়ারা বাগান, বাইপাস গাজীপুর সিটি করপোরেশন।
সহ- প্রকাশক,
এস এ আশিক
মাতৃবাংলা ২৪ টিভি
আপডেট নিউজ পেতে,
পেইজ:- মাতৃবাংলা ২৪ টিভি
ওয়েবসাইট:-matribangla.com
ইউটিউব চ্যানেল: -মাতৃবাংলা ২৪ টিভি