Logo
শিরোনাম:
গাজীপুর সিটি কর্পোরেশনের রাজেন্দ্রপুর চৌরাস্তা ময়মনসিংহ রোটে ট্রাকের নিচে মটর সাইকেল। গাজীপুর মহানগরীর সামান্তপুরে এক সাংবাদিকের বাড়িতে চুরি হয়েছে। গাজীপুরে গজারিয়া পাড়া বস্তবাড়িতে আগুন লেগে ৫ টি ঘর পুড়ে ছাই। গাজীপুরের ময়মনসিংহ মহাসড়কে রাজেন্দ্রপুর চৌরাস্তা   ঘরমুখো মানুষের ঢল নেমেছে। বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করে। গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর ইজিবাইক ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৫ জনকে আটক করেছে ব্যাব-১। গাজীপুর শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছেন শ্রীপুর উপজেলা প্রশাসন। ২২ নং ওয়ার্ড বাংলাবাজারে রমজান মাসে চলছে অবৈধ মেলার রমরমাট ব্যবসা। কলেজে প্রবেশের রাস্তা বন্ধ করে মার্কেট নির্মাণ করার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ

বগুড়া ডিবির অভিযানে ইফাদ গ্রুপের প্রায় ৪৫ লক্ষ টাকার মালামালসহ আন্তঃজেলা কাভার্ড ভ্যান ডাকাত দলের মূলহোতা সহ ৬ ডাকাত সদস্য গ্রেফতার, লুন্ঠিত মালামাল সহ কাভার্ড ভ্যান উদ্ধার!

 

মাতৃবাংলা ২৪ টিভির ডেস্ক রিপোর্ট:-

বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি, বগুড়া’র ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক এবং পুলিশ পরিদর্শক মোঃ এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে টিম ডিবি বগুড়া’র একটি চৌকস দল নিখুত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইং ২৬/০৪/২০২১ তারিখ দিবাগত রাতে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোঃ জমসের প্রাং, পিতা-মৃত আলকেস প্রাং, সাং- উত্তর শ্যামপুর, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া এর বাড়ি হইতে লুন্ঠিত মালামাল উদ্ধার করা সহ ইয়াছিন নামের এক জন ডাকাতকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে শিবগঞ্জ থানাধীন মোকামতলা এলাকা এবং ধুনট থানাধীন পূর্ব ভরোনসাকি অফিসারপাড়া এলাকা হইতে ডাকাত দলের মূলহোতা জাহাঙ্গীর আলম সহ আন্তঃজেলা ডাকাত দলের ০৬(ছয়) সদস্যকে গ্রেফতার করা হয় এবং তাদের দেওয়া তথ্য মতে বগুড়া ও সিরাজগঞ্জ জেলার সীমান্তবর্তী চান্দাইকোনা বাজার হইতে লুন্ঠিত কাভার্ড ভ্যান যাহার নং ঢাকা মেট্রো-ট ২২-৭২৪৩, উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাতদের নামঃ

১। মোঃ জাহাঙ্গীর আলম(৪০), পিতা- মৃত মুতরাজ আলী খান, সাং- আওলাকান্দি, থানা-সারিয়াকান্দী, জেলা- বগুড়া।
২। মোঃ সোলাইমান মিয়া(৪২), পিতা-মৃত সানাউল্লাহ ,সাং-২০৫/১ ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।
৩। মোঃ শামিম আহম্মেদ(৩৮), পিতা-মোঃ খাদেম আহম্মেদ বিশ্বাস, সাং-মধুখালি, থানা-শালিখা, জেলা-মাগুড়া।
৪। মোঃ ইয়াছিন আলী(২৭), পিতা- মোঃ জহুরুল ইসলাম ,সাং-উত্তর শ্যামপুর, থানা শিবগঞ্জ, জেলা বগুড়া।
৫। মোঃ দুলাল মিয়া ড্রাইভার (৪০), পিতা-মৃত ওয়াজেত আলী, সাং- বৈরেরচড়, থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা।
৬। মোঃ রাসেল খান সুজন (৪০), পিতা- মোঃ মাসুদুর রহমান খান, সাং-হারিসাংগান, থানা চন্দনপুর, জেলা- নরসিংদী।

আটককৃত ডাকাতদের হেফাজত হতে উদ্ধারকৃত আলামতঃ

১। ইফাদের আতপ চাউল, মুড়ি, আটা, বিস্কুট, মাফিন কেক, লুডুলস, সরিষার তৈল, পানি এবং চিপস্ যাহার মূল্য ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা।

২। একটি পণ্যবাহী ০১ টি কার্ভাড ভ্যান যাহার নং ঢাকা মেট্রো-ট ২২-৭২৪৩, আনুমানিক মূল্য ৪০,০০,০০০/-(চল্লিশ লক্ষ) টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত জাহাঙ্গীর আলম জানায় যে, ডাকাত সদস্য সোলাইমান মিয়া তার বোন জামাই এবং ইয়াছিন আলী তার ভাগ্নি জামাই। গত ৪/৫ বছর পূর্বে কাভার্ড ভ্যান চালক দুলালের সহিত তার ঢাকা টঙ্গি রেলষ্ট্রেশন এলাকায় পরিচয় হয় এবং পাশাপাশি বসবাস করাকালে সে ভিআইপি ২৭ নামক গাড়ীর ড্রাইভার ছিল। সে সময় হইতে তাহারা আন্তঃজেলা ডাকাত দল গঠন করে ঢাকা, চিটাগং, সিলেট এলাকা হতে কাভার্ড ভ্যান সহ বিভিন্ন গাড়ী ডাকাতি করে লুন্ঠিত মালামাল বগুড়া এলাকায় আনে এবং উত্তরবঙ্গ হইতে কাভার্ড ভ্যান ডাকাতি করে লুন্ঠিত মালামাল ঢাকা, চিটাগং, সিলেট এলাকায় নিয়ে যায়। গত ২২/০৪/২০২১ ইং তারিখে ঢাকা জেলাধীন আশুলিয়া থানার অর্ন্তগত ইফাদ কোম্পানীর গোডাউন হইতে ডাকাত সদস্য ড্রাইভার দুলাল এবং তার হেলপার রাশেদ মালামাল কাভার্ড ভ্যানে লোড করে সিলেটের উদ্দ্যেশে রওনা হয়। পথিমধ্যে ডাকাত সর্দার জাহাঙ্গীর এবং ড্রাইভার দুলাল পরস্পর যোগসাজেস করে নরসীংদি জেলার মনোহরদী থানা এলাকা হইতে জাহাঙ্গীর এবং রাসেল খান সুজন নামে দুইজন ডাকাত একই তারিখ রাত্রী ১১.৩০ ঘটিকার সময় যাত্রী বেশে কাভার্ড ভ্যানে উঠে এবং হেলপারকে বুঝতে না দিয়া কাভার্ড ভ্যান সহ কিশোরগঞ্জ শহরে গিয়ে হেলপার রাশেদকে সু-কৌশলে ম্যাঙ্গো জুসের মধ্যে মাত্রাতিরিক্ত ঘুমের ট্যাবলেট মিশিয়ে পান করাইলে হেলপার রাশেদ অচেতন হইয়া পরলে তাহারা কাভার্ড ভ্যানটি সিলেট না নিয়ে টাঙ্গাইল জেলার কালিহাতী এলাকায় নিয়ে আসে এবং ঢাকা টাঙ্গাইল রোডের পাশে ঘুমন্ত অবস্থায় হেলপার রাশেদকে ফেলে রেখে কাভার্ড ভ্যানটি বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকায় উল্লেখিত ঠিকানায় বিক্রয়ের জন্য আনলোড করে ক্রেতার অপেক্ষায় থাকে। কাভার্ড ভ্যান যাহার নং ঢাকা মেট্রো-ট ২২-৭২৪৩, বগুড়া এবং সিরাজগঞ্জ জেলার সীমান্তবর্তী চান্দাইকোনা বাজার এলাকায় রেখে বিক্রয় করার উদ্দেশ্যে ক্রেতা খুঁজতে থাকেন। এছাড়াও জনসাধারণের চোঁখ আড়াল করার জন্য প্র্রথমে শাজাহানপুর থানাধীন বনানী এলাকায় এবং পরে ধুনট থানাধীন পূর্ব ভরোনসাকি অফিসারপাড়া এলাকায় মোঃ রফিকুল ইসলাম , পিতা মোঃ ইব্রাহিম হোসেন আকন্দ, সাং পূর্ব ভরোনসাকি অফিসারপাড়া, ধুনট, বগুড়ায় ৪,০০০/- টাকায় একটি বাসা ভাড়া নিয়ে অবস্থান করিতে থাকে। ধৃত ডাকাতগণ আরো জানায় যে, তারা বিভিন্ন সময় কাভার্ড ভ্যান লুন্ঠন করলেও অজ্ঞাত আসামী হিসেবে মামলা হওয়ায় তাহার সনাক্ত/গ্রেফতার হয় নাই।

সহ প্রকাশক,

এস এ আশিক

মাতৃবাংলা ২৪ টিভি

আপডেট নিউজ পেতে,

পেইজ:- মাতৃবাংলা ২৪ টিভি

ওয়েবসাইট :- matribangla.com

ইউটিউব চ্যানেল:-মাতৃবাংলা ২৪ টিভি

ই-মেল:- matribanglanews@gmail.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost
error: এই সাইটের নিউজ কপি করা বেআইনী !!