মাতৃবাংলা ২৪ টিভির ডেস্ক রিপোর্ট:-
অদ্য ১০/০৫/২০২০ তারিখ দিবাগত রাত্র অনুমান ০৩.৩৫ ঘটিকার সময় গাছা থানাধীন কুনিয়া পাছর মতি মার্কেটের সামনে হাজী স্কুল রোড এর উপর আসামী ১। মোঃ সাজ্জাত (২২), পিতা- মৃত জালাল উদ্দিন স্থায়ী : গ্রাম- কুনিয়া (পাঁছর (মদিনা মসজিদ এর পাশে), ওয়ার্ড নং-৩৭) , উপজেলা/থানা- গাছা, গাজীপুর, বাংলাদেশ ২. মোঃ মোবারক হোসেন (১৭), পিতা- ছায়দার আলী ওরফে সাঈদ স্থায়ী : (গ্রাম- বেওয়াপাড়া, রানীহাট) , উপজেলা/থানা- শেরপুর, বগুড়া, বাংলাদেশ বর্তমান : গ্রাম- সুলতান মেডিকেল এর পিছনে, পূর্ব কলমেশ্বর (ভাড়াটিয়া), উপজেলা/থানা- গাছা, গাজীপুর, বাংলাদেশ সহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন আসামী ডাকাতি করার জন্য ডাকাতির উদ্দেশ্যে সমাবেত হইয়া ডাকাতি প্রস্তুতি গ্রহন করিতেছে। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিকভাবে অফিসার ইনচার্জ জনাব মোঃ ইসমাইল হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী এর নির্দের্শে অত্র গাছা থানা এলাকায় মাদক উদ্ধার ও অস্ত্র উদ্ধার ডিউটিতে নিয়োজিত থাকা এসআই (নিঃ)/ সাফায়েত ওসমান কং/৩৭৪ আঃ মালেক ও কং/১৬৮ নিত্য বর্মন’দের সহায়তায় উপরোক্ত আসামীদ্বয়দের গ্রেফতার করে। তাহাদের বিরুদ্ধে গাছা থানার মামলা নং- ০৮, তারিখ- ১০/০৫/২০২১, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে চেষ্টা এবং তথ্য সংগ্রহের চেষ্টা অব্যাহত আছে।
সহ প্রকাশক,
এস এ আশিক
মাতবাংলা ২৪ টিভি
আপডেট নিউজ পেতে,
পেইজ:- মাতৃবাংলা ২৪ টিভি
ওয়েবসাইট:- matribangla.com
ইউটিউব চ্যানেল:- মাতৃবাংলা ২৪ টিভি
ই-মেল:- matribanglanews@gmail.com