নিজস্ব প্রতিনিধি/রাজু আহমেদ।
গাজীপুরের শ্রীপুর উপজেলার দলাদিয়া আশরাফ সুপার মার্কেট জমে উঠেছে কাঁচা বাজার।সূর্য উঠার পর থেকেই ক্রেতাদের সমাগম দেখা যায় গাজীপুরে ধলাদিয়া কাঁচাবাজারে।নানা রকমের সবজি দিয়ে পশরা সাজিয়ে বসে থাকে ব্যবসায়ীরা।
প্রায় সবধরনের সবজিই পাওয়া যায় এই বাজারে,তাই আশেপাশের প্রায় এলাকার মানুষ ভোর থেকেই সবজি কিনতে ভিড় করেন ক্রেতাগন।
বাজারটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা রাজাবাড়ি ইউনিয়নে ধলাদিয়া আশরাফ সুপার মার্কেটে গড়ে উঠেছে।এখনে পাওয়া যাই প্রায় সবধরনের টাটকা সবজি। প্রতিদিনই এসব সবজি কিনতে বাজারটিতে ভীড় করেন হাজারো মানুষ।এখানে বিক্রি হয় সিম,বেগুন,টমেটো,পটল,কাঁচকলা,পুঁইশাক,লাউ,শশা,চিচিঙ্গা সহ নানা রকমের সবজি। নানা জাতের আম, লিচু, জামরুল, কাঠালে এই বাজারটির সৌন্দর্য বৃদ্ধি ঘটছে, সেই সাথে নানা রকম দেশীয় মাছ আর মিষ্টি মন্ডা, নিমকিতে বাজার আকর্ষণীয় হয়ে উঠে।
ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, এই বাজারটি আসরাফ সুপার সবজির মার্কেট মানে পরিচিত, বাজারে বেচাকেনা চলে ভোর থেকে রাত ১২/ ১টা পযন্ত।