নিজস্ব প্রতিনিধি/রাজু আহমেদ তাইজুল।
গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন ৪১নং ওয়ার্ডের উদ্যোগে জামাতে ইসলামীর “ঈদ পুণর্মিলনী” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আজ রোজ শুক্রবার বাদ আছর অনুষ্ঠানটি শুরু হয়। এ সময় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: সবুজ আল মামুন-সভাপতি, ৪১নং ওয়ার্ড,পুবাইল জামায়াত।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খায়রুল হাসান,,কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নায়েবে আমীর, গাজীপুর মহানগর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।চেয়ারম্যান:- গাজীপুর-৫ (কালিগঞ্জ, পুবাইল ও বাড়িয়া) উন্নয়ন ফোরাম।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন -ডা: আমজাদ হোসেন খান, কর্মপরিষদ ও মজলিসে শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাজীপুর মহানগর।আশরাফ আলী কাজল, গাজীপুর মহানগর মজলিসে শুরা সদস্য ও আমীর, পুবাইল থানা জামায়াতে।আফতাব উদ্দীন,গাজীপুর জেলা মজলিসে শুরা সদস্য ও নায়েবে আমীর, কালিগঞ্জ উপজেলা জামায়াত।এড. শামীম মৃধা, নায়েবে আমির, পুবাইল থানা জামায়াত।ল’য়ার, গাজীপুর জেলা জজ কোর্ট।এছাড়াও জামাতে ইসলামির অন্য অন্য নেতাকর্মী,সাংবাদিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।