Logo
শিরোনাম:
মাথা গোজার ঠায় নেই, খোলা আকাশের নিচে রাত্রি যাপন করে শহিদুলের পরিবার। গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও সাবেক বিএনপি নেতা এনামুল হক মোল্লা অস্ত্রসহ গ্রেপ্তার। দোহারে বিভিন্ন বাজারে অভিযান ৬০ কেজি জাটকা জব্দ। গাজীপুরে ৫ মণ মাংসসহ জীবিত উদ্ধার ৩৭ ঘোড়া উদ্ধার। আব্দুল্লাহপুর-টঙ্গী-তুরাগ নদীর উপর নতুন সংযোগ সেতু নির্মাণ ও রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন। গাজীপুরে বনদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত, অভিযুক্ত সেচ্ছাসেবকদল নেতাসহ আটক ৩ গাজীপুরে বিএনপি’র ৪টি আসনের প্রার্থী ঘোষণা, ২ টি আসনের এখনো রয়েছে রহস্যে ঘেরা। ২৩৭ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা,গাজীপুরে মনোনয়ন পেলেন যারা.. দোহারে র‍্যাব-১০ এর অভিযানে ২৬৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কুয়াকাটায় নির্বাচন কমিশনার মো:আনোয়ারুল ইসলাম বলেন, “আমরা একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশা করছি”।

বেকারত্ব দূরীকরনে কর্মসংস্থান নিয়ে কাজ করছে মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন।

রাজু আহাম্মেদ গাজীপুর।

অনলাইন যোগাযোগ মাধ্যম কে কাজে লাগিয়ে পরিবারের মত করে একটা টিম তৈরি করে মানুষের কল্যাণে নিয়মিত কাজ করে যাচ্ছে মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন। এটি একটি অরাজনৈতিক এবং অলাভজনক মানবিক ও সামাজিক সংগঠন হিসাবে ১৫/১০/২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে সমাজ ও দেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে ইতিমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে। এই সেবামূলক সংগঠনটি মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করে, বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করে, ডোনার ম্যানেজ করে এবং ডোনারদের কে রক্তদানে উৎসাহিত করে, মৌসুম কালীন শীত বস্ত্র ও দুর্যোগে ত্রাণ বিতরণ করে, থ্যালাসেমিয়া ও অসহায় রোগীদেরকে সাহায্য করে, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সহ সকল প্রকার সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে সমাজ গঠনে ভূমিকা রাখছে। এবার ফাউন্ডেশনটি বেকার ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার দিকে মনোযোগী হয়ে উঠেছে, তার ই ধারাবাহিকতায় উক্ত ফাউন্ডেশনের প্রচেষ্টায় একজন মানুষের কর্মসংস্থান নিশ্চিতকরণের লক্ষ্যে নিজেরাই অর্থ বরাদ্দ করে অন্য এক স্বেচ্ছাসেবী ভাইকে একটি টেইলার্স এর দোকান করে দেওয়ার মাধ্যমে একজন তরুণের কর্মসংস্থান নিশ্চিত করলো।গাজীপুরের চৌরাস্তায় অবস্থিত উক্ত দোকান আজকে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এবং সেটির “সৌদি স্টাইল পাঞ্জাবি টেইলার্স “নামে নামকরণ করা হয়। একজন তরুণ বেকারের মুখে হাসি ফুটানোর দিনে প্রথমে ফাউন্ডেশন এর উদ্যোগে উক্ত নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে একটি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয় সেখানে প্রায় ৩০০ জন মানুষের ব্লাড গ্রুপ বিনামূল্যে জানিয়ে দেওয়া হয়। ক্যাম্পেইন পরিচালনায় ছিলেন গাজীপুর জেলার পরিচিত স্বেচ্ছাসেবী মুখ ও উক্ত ফাউন্ডেশন এর এডমিন প্যানেলের প্রধান জনাব সাগর সাহেব এবং মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি জনাবা কাজল আক্তার ও সকলের পরিচিত স্বেচ্ছাসেবী জনাব আরিফ সাহেব। পরবর্তীতে নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান শুভ উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির বাসন থানা এর সম্মানিত সাবেক সভাপতি জনাব রফিকুল ইসলাম ( রাতা ) সাহেব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মানিত উপ-পরিচালক জনাব মোঃ হারুন অর রশিদ খান সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাওজোর জেনারেল হসপিটাল এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মাইদুল ইসলাম এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত সেরা সংগঠক ও রান ফর বেটার যুব ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা জনাব রকিবুল ইসলাম, প্রোগ্রামটি সভাপতিত্ব করেন মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সবুজ মোল্লা জিকু সাহেব, শুভ উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উক্ত ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক জনাব আল আমিন খান, অনুষ্ঠানটির অভ্যর্থনায় ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ জনাব সুমন সরকার। আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কমিটির সভাপতি জনাব মাসুদ রানা মোহন সাহেব ও গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব শরিফুল ইসলাম এবং গাজীপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম। ফাউন্ডেশনের প্রচেষ্টায় তৈরিকৃত ব্যবসায়িক প্রতিষ্ঠান “সৌদি স্টাইল পাঞ্জাবি টেইলার্স “উদ্বোধন শেষে অনুষ্ঠানে বক্তারা নিজ নিজ বক্তব্য প্রদান করেন। এবং ভবিষ্যতে ফাউন্ডেশনের অধীনে আরো অনেক বেকার ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিত হবে বলে বক্তারা বক্তব্য প্রদান করেন এবং এই কর্মসংস্থান তৈরিতে সবাই নিজ নিজ জায়গা থেকে কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন। ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সবুজ মোল্লা জিকু সাহেব বলেন মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন শুধু একটি নাম নয় এটি হলো চলমান একটি কার্যক্রম যার ধারাবাহিকতা সব সময় বজায় থাকবে, এবং এর চাইতেও বড় পরিসরে তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করতে ফাউন্ডেশন বদ্ধপরিকর। এরপর উক্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান এর মঙ্গল ও সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত এর মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost