জন সাধারণ মানুষের মাঝে মহামারী করোনায় সরকারি নিয়ম মানার জন্য পথসভা ও মাস্ক বিতরণ ভাষা আন্দোলন গবেষণা পরিষদ,
বাংলাদেশ কেন্দ্রীয় ভাষা আন্দোলন গবেষণা পরিষদ এর নির্দেশনায় সহ প্রচার সম্পাদক কেন্দ্রীয় কমিটির মোঃ-টুটুল তালুকদার গাজীপুর মহানগর কোনাবাড়ী আমবাগ এলাকায় জুম্মা নামাজের পর মাস্ক বিতরণ করেন।
শুক্রবার (২৩ এপ্রিল) ভাষা আন্দোলন গবেষণা পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক মোঃ-টুটুল তালুকদার এ মানবিক কাজের সাথে ছিলেন কোনাবাড়ী থানা ভাষা আন্দোলন গবেষণা পরিষদ এর সভাপতি প্রার্থী মোঃ-মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোঃ-শুভ তালুকদার ও যুবলীগের কোনাবাড়ী থানা সভাপতি প্রার্থী মোঃ-শামীম মহাসিন আরো ছিলেন আমবাগ আনন্দ একতা যুব সংঘ পরিচালক মোঃ-হাসান সরকার সহ আমবাগ আনন্দ একতা যুব সংঘের নেতৃবৃন্দ।
টুটুল তালুকদার বলেন,জনসাধারনকে সচেতন করা আমাদের দায়িত্ব। করোনাকালীন এ সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম এবং থাকবো।
সহ প্রকাশক,
এস এ আশিক
মাতৃবাংলা ২৪ টিভি
আপডেট নিউজ পেতে,
পেইজ:-
জন সাধারণ মানুষের মাঝে মহামারী করোনায় সরকারি নিয়ম মানার জন্য পথসভা ও মাস্ক বিতরণ ভাষা আন্দোলন গবেষণা পরিষদ,
বাংলাদেশ কেন্দ্রীয় ভাষা আন্দোলন গবেষণা পরিষদ এর নির্দেশনায় সহ প্রচার সম্পাদক কেন্দ্রীয় কমিটির মোঃ-টুটুল তালুকদার গাজীপুর মহানগর কোনাবাড়ী আমবাগ এলাকায় জুম্মা নামাজের পর মাস্ক বিতরণ করেন।
শুক্রবার (২৩ এপ্রিল) ভাষা আন্দোলন গবেষণা পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক মোঃ-টুটুল তালুকদার এ মানবিক কাজের সাথে ছিলেন কোনাবাড়ী থানা ভাষা আন্দোলন গবেষণা পরিষদ এর সভাপতি প্রার্থী মোঃ-মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোঃ-শুভ তালুকদার ও যুবলীগের কোনাবাড়ী থানা সভাপতি প্রার্থী মোঃ-শামীম মহাসিন আরো ছিলেন আমবাগ আনন্দ একতা যুব সংঘ পরিচালক মোঃ-হাসান সরকার সহ আমবাগ আনন্দ একতা যুব সংঘের নেতৃবৃন্দ।
টুটুল তালুকদার বলেন,জনসাধারনকে সচেতন করা আমাদের দায়িত্ব। করোনাকালীন এ সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম এবং থাকবো।
সহ প্রকাশক,
এস এ আশিক
মাতৃবাংলা ২৪ টিভি
আপডেট নিউজ পেতে,
পেইজ:- মাতৃবাংলা ২৪ টিভি
ওয়েবসাইট:- matribangla.com
ইউটিউব চ্যানেল:- মাতৃবাংলা ২৪ টিভি