শারীরিক ভাবে অসুস্থ এস এ আশিক, হঠাৎ করে গত ২৫/৩/২০২১ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সময় রাত আনুমানিক ১১টা ২০মিনিট অফিসের জরুরী কাজ শেষে বাসায় আসে তার পরে জ্বর আসে। আমরা সবাই দোয়া করবো যেন এস এ আশিক ভাই দ্রুত গতি ভালো হয়ে আমাদের পাশে থেকে সহযোগিতা করতে পারে ।তাই আমি বাসায় একটু আগে এস এ আশিক ভাইয়ের মোবাইল করে কথা বলে জানতে পারলাম এস এ আশিক ভাই গত কাল রাতের থেকে এখন অনেক অনেক টুকু সুস্থ। আল্লাহ যেন আরো তাড়াতাড়ি সুস্থ করে দেয় এস এ আশিক ভাইকে।
এস এ আশিক ,
সহ প্রকাশক,মাতৃবাংলা ২৪ টিভি
সদস্য কেন্দ্রীয় কমিটি,বাহান্নর ভাষা আন্দোলন গবেষণা পরিষদ বাংলাদেশ,
যুগ্ন সাধারণ সম্পাদক, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের বাসন থানা,গাছা থানা ও জয়দেবপুর সদর থানা কমিটি
যুগ্ন সাধারণ সম্পাদক, তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি বাসন থানা কমিটি।
সৌজন্যে,
মাতৃবাংলা ২৪ টিভি, পরিবার।