১৫ আগস্ট-জাতীয়-শোক-দিবস সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে,
#প্রধান_অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ক্রিড়া প্রতিমন্ত্রী, #আলহাজ্ব_জাহিদ_আহসান_রাসেল এমপি মহোদয়। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি #বীরমুক্তিযোদ্ধা #আলহাজ্ব_সাঈদুর_রহমান_সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সন্মানিত #সদস্য, ৩৫ নং ওয়ার্ড থেকে বার বার নির্বাচিত সফল #কাউন্সিলর, আগামী গাজিপুর সিটি করপোরেশন নির্বাচনে #মেয়র পদপ্রার্থী, জননেতা #আলহাজ্জ_আব্দুল্লাহ_আল_মামুন_মন্ডল ভাই।
আরও উপস্থিত ছিলেন গাছা মেট্রো থানা আওয়ামী মৎসজীবী লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, আমার প্রানপ্রিয় মোঃ_নবীন_হোসেন ভাই। সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দুর ।