রাজধানীর লালবাগের রাজ নারায়ণ ধর সড়কের চারতলা বাড়ির একটি ভাড়া কক্ষে চার মেয়েকে নিয়ে থাকেন সত্তোরোর্ধ আলেয়া বেগম।
পাঁচ নারীর ‘চোখের মণি’ ১০ বছর বয়সী ইয়ামিন। সে আলেয়ার মেয়ে জিয়াসমিন আক্তারের ছেলে। গত সাত মাস ধরে ইয়ামিনের কোনো খোঁজ নেই।
ইয়ামিনের খোঁজ পেতে এই নারীরা থানা–পুলিশ ও র্যাবের শরণাপন্ন হয়েছেন। তাঁদের ভাষ্য, তাঁরা আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে সহায়তা পাননি। উল্টো কটূক্তি শুনেছেন। হয়রানির শিকার হয়েছেন।