মাতৃবাংলা
গাজীপুর জেলা/ পতিনিধি
গাজীপুর মহানগরের সালানা পোড়াবাড়ি এলাকায় ফসি পাগলার মাজার শরীফে হামলার প্রতিবাদে সোমবার (৭ অক্টোবর) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তরিকতপন্থী ভক্তদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ভক্ত-অনুরাগীরা ছাড়াও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা মাজারে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এ ধরনের ঘটনা ধর্মীয় সহিষ্ণুতার পরিপন্থী এবং সমাজের শান্তি বিনষ্ট করার উদ্দেশ্যেই পরিচালিত। আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় আমরা প্রতিরোধ যোদ্ধা হিসেবে ঐক্যবদ্ধ হয়েছি।চ্
গত ১৩ সেপ্টেম্বর জুমার নামাজের পর মুসল্লীদের একাংশ ফসি পাগলার মাজারে হামলা চালায়, সীমানা প্রাচীর ভেঙে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে।
ফকির মো. মোখলেছুর রহমান (বাবু শাহ) মানব সেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মাজার রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।