Logo
শিরোনাম:
মাথা গোজার ঠায় নেই, খোলা আকাশের নিচে রাত্রি যাপন করে শহিদুলের পরিবার। গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও সাবেক বিএনপি নেতা এনামুল হক মোল্লা অস্ত্রসহ গ্রেপ্তার। দোহারে বিভিন্ন বাজারে অভিযান ৬০ কেজি জাটকা জব্দ। গাজীপুরে ৫ মণ মাংসসহ জীবিত উদ্ধার ৩৭ ঘোড়া উদ্ধার। আব্দুল্লাহপুর-টঙ্গী-তুরাগ নদীর উপর নতুন সংযোগ সেতু নির্মাণ ও রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন। গাজীপুরে বনদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত, অভিযুক্ত সেচ্ছাসেবকদল নেতাসহ আটক ৩ গাজীপুরে বিএনপি’র ৪টি আসনের প্রার্থী ঘোষণা, ২ টি আসনের এখনো রয়েছে রহস্যে ঘেরা। ২৩৭ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা,গাজীপুরে মনোনয়ন পেলেন যারা.. দোহারে র‍্যাব-১০ এর অভিযানে ২৬৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কুয়াকাটায় নির্বাচন কমিশনার মো:আনোয়ারুল ইসলাম বলেন, “আমরা একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশা করছি”।

ইটাহাটা বাইতুল বারী জামে মসজিদ কমপ্লেক্স মাদ্রাসায় ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

গাজীপুর পতিনিধি / রাজু আহাম্মেদ

গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত ইটাহাটা বাইতুল বারী জামে মসজিদ কমপ্লেক্স জোহরা সাখাওয়াত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় গতকাল এক বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি এবং ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সাবেক এজিএস আলহাজ্ব মোঃ তানভীর সিরাজ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন থানা বিএনপির সাবেক সভাপতি মো. বসির আহমেদ বাচ্চু।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইটাহাটা বাইতুল বারী জামে মসজিদ কমপ্লেক্স ও জোহরা সাখাওয়াত হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব সৈয়দ মো. কামরুল বারী। মাদ্রাসা কমিটির পক্ষে সেক্রেটারি আলহাজ্ব মো. শহিদুল্লাহ মাস্টার অনুষ্ঠান পরিচালনা করেন। ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষকগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিলে ইসলামের সুমহান শিক্ষার আলোকে সমাজ ও ব্যক্তিজীবন উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠানটি স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনুষ্ঠান শেষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয় এবং তাদের মাঝে উপহার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost