মো:জাকারিয়া শিকদার।
মাতৃবাংলা অনলাইন নিউজ পোর্টাল এর স্টাফ রিপোর্টার মারুফের বাবা মো: নেছার উদ্দিন বুধবার বেলা ১১টা ৩৫ মিনিটে না ফেরার দেশে চলে যান।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তার মৃত্যুতে মাতৃবাংলা পরিবার ও সাংবাদিক সমাজ গভীর ভাবে শোকাহত।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে মারুফ জানান, গত ১লা জানুয়ারি ২০২৫ইং রাত আনুমানিক ৮ ঘটিকায় তার বাবা মো:নেছার উদ্দীন স্থানীয় (জয়দেবপুর বাস স্ট্যান্ড হান্নু মিয়া মার্কেটের সামনে) বাজারে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে পাকা রাস্তায় আসার পর বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মটর সাইকেলে করে লাইসেন্সবিহীন মাতাল অবস্থায় একজন স্টুডেন্ট তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে ছিটকে অনেকটা দূরে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।পরে তাকে গুরুত্বর অবস্থায় আজ কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মটর সাইকেল আরোহী পালিয়ে যেতে সক্ষম হয়।
গাজীপুর সদর থানার এসআই মো: মোসাব্বির হোসেন বলেন এ ঘটনায় হত্যাকাণ্ডের জড়িত যে বাইক চালক তার লোকেশন পাওয়া গেছে,দুর্ঘটনার পরে তাকে একাধিক বার অবগত করা হলেও তারা চিকিৎসাধীন অবস্থায় আহত নেছার উদ্দিনকে দেখতে আসে নি।অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা রুজু করা হবে।