জাকারিয়া শিকদার, এডিটর-ইন-চিফ,মাতৃবাংলা।
রাজধানীর উওরায় মব সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হানিফ মিয়া নামের স্বেচ্ছাসেবক দলের একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।
যৌথবাহিনীর একটি দল গতকাল সোমবার (২৩ জুন) রাতে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (২৩ জুন) রাতে সেনাবাহিনীর একটি দল হানিফ মিয়াকে উত্তরা এলাকা থেকে আটক করে। পরে আজ ভোরে তাকে থানায় সোপর্দ করা হয়। তিনি বলেন, হানিফ মিয়া বর্তমানে পুলিশের হেফাজতে আছেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, গত রোববার কে এম নূরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতিতেই একদল মব তাকে নানাভাবে লাঞ্ছিত করে। শারীরিকভাবেও হেনস্তা করা হয় সাবেক এই সিইসিকে। সেই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে এটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
এদিকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, এ ঘটনায় জড়িতদের একজন গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতার করা হবে এবং পুলিশের কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নেয়া হবে।