লালমনিরহাট (পাটগ্রাম) প্রতিনিধি:লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় মেয়াদ উত্তীর্ণ বীজ দোকানে রাখা ও বিক্রির অপরাধে কয়েকটি দোকানে অভিযান চালিয়ে অর্থদন্ড করে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস।
আজ সোমবার অদ্য ২৮/০৭ /২০২৫ তারিখে পাটগ্রাম উপজেলাধীন রসূলগঞ্জ বাজার নামক স্থানে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাসের নেতৃত্বে মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রির অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯(ক) ধারায় চাষী বীজ ঘর, প্রোপাইটর: মোঃ লেবু হোসেনকে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড এবং লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করায় মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এর ৭ধারা মোতাবেক সবুজ স্টোর, প্রোপাইটার মোঃ সবুজ হোসেন, সাদ্দাম স্টোর, প্রোপাইটার মোঃ সাদ্দাম হোসেন, মিলন স্টোর প্রোপাইটার মোঃ আব্বাস আলীকে যথাক্রমে ৫০০০/- ( পাঁচ হাজার) টাকা, ২০০০/- (দুই হাজার)টাকা, ২০০০/- (দুই হাজার) টাকা করে সর্বমোট ১৪০০০/- (চৌদ্দ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় পাটগ্রাম থানার পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।